প্রকাশিত: Wed, Dec 6, 2023 10:22 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:31 AM

[১]জিএম কাদেরের সম্পদ বেড়েছে তিনগুণ, স্ত্রী শেরিফার দ্বিগুণ

তারিক আল বান্না: [২] জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের ব্যাংকে নগদ টাকা, বাড়ি ভাড়া ও শেয়ারও বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। 

[৩] ২০১৮ সালের নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে জয়ী হয়েছিলেন জিএম কাদের। সেই হলফনামায় উল্লেখ করেছিলেন, তার নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকায়। একই সঙ্গে শেরীফা কাদেরের নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।

[৪] এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। স্ত্রীর ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব